টাঙ্গাইলের ধনবাড়ীর বাগুয়া গ্রামে ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ।
সচারচর অন্যান্য খেলার দেখা মিললেও সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু। বাংলাদেশের জাতীয় খেলা হলেও হাডুডু আজ প্রায় বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্যবাহী এই খেলা ফিরিয়ে আনতে
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের বাগুয়া গ্রামের স্থানীয়দের সহযোগিতায় ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্টের আয়োজন করে।
বিভিন্ন গ্রাম থেকে আসা শত শত মানুষ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলাটি উপভোগ করেন। বিলুপ্তপ্রায় জাতীয় এই খেলাটি দেখতে নানা বয়সের মানুষের উপচে পড়া ভিড় দেখা যায় ।
এ খেলার উদ্যোক্তা হলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের বাগুয়া গ্রামের গ্রামবাসী ও টুর্নামেন্টটির কো-স্পন্সর হিসাবে কাজ করছেন ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার ।
খেলার আয়োজক কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম তালুকদার, চেয়ারম্যান বলিভদ্র ইউনিয়ন পরিষদ ও সভাপতি বলিভদ্র ইউনিয়ন আওয়ামী লীগ, আয়োজক কমিটির সাধারন সম্পাদক মোঃ সাদিকুজ্জামান খান ,আয়োজক কমিটির কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান ও সুজন খান । উদ্বোধক ছিলেন সুলতান রাজীবুল আলম রাজীব । সার্বিক সহযোগিতায় ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার এর তানভীর হোসেন খান অনিক , সেলিম খান , জুয়েল খান ও বলিভদ্র ইউনিয়নের বাগুয়া গ্রামের গ্রামবাসী ।
খেলার আয়োজক কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘এলাকাবাসীকে আনন্দ দিতে ও খেলাটিকে ধরে রাখার জন্য এই হাডুডু টুর্নামেন্টের আয়োজন করার উদ্দ্যেশ্য।
বলিভদ্র ইউনিয়নের বাগুয়া গ্রামের সেলিম খান বলেন, ‘হাডুডু আমাদের দেশের জাতীয় খেলা হলেও কালের বিবর্তনে তার প্রচলন একেবারেই কমে গেছে। বেশি বেশি চর্চার মাধ্যমে দেশের জাতীয় খেলা হাডুডুকে বাঁচিয়ে রাখতে হবে। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে ক্রীড়াচর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে হবে। গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছরই আয়োজন করা দরকার এই খেলার। এ খেলাকে টিকিয়ে রাখতে সরকারিভাবেও উদ্যোগ নেয়া উচিত। আগে প্রায়ই এ খেলার আয়োজন হতো। বর্তমান প্রজন্ম এ খেলা কোনো দিন দেখেনি।’ খেলাটির আয়োজন করায় তিনি বলিভদ্র ইউনিয়নের বাগুয়া গ্রামবাসী , কো-স্পন্সর ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার ও আয়োজকদের ধন্যবাদ জানান।
আয়োজক কমিটির সাজ্জাদ হোসেন খান সুজন বলেন, দিন দিন হারিয়ে যাচ্ছে ঐহিত্যবাহী এসব খেলা। এজন্য প্রোয়োজন সরকারি বা বেসরকারি উদ্যোগ। তবেই ফিরে পাওয়া যাবে গ্রামীন খেলাধুলার হারানো গৌরব। গ্রামবাংলার আবহমান খেলা হাডুডু। শহুরে জীবনের ব্যস্ততায় এ খেলার রেশ না থাকলেও গ্রামে কিন্ত এখনও চলে শারীরিক কসরতের এই খেলা।যাতে এখনও নিদারুণ আনন্দ উপভোগ করে দর্শকরা।’ এই খেলে আয়োজন করতে পেরে আমরাও আনন্দিত ।
তিনি আরো বলেন , ফাইনালে বিজয়ী টিমকে ১ম পুরস্কার: ১০০ সিসি মোটরসাইকেল ও রানারআপ টিমকে ২য় পুরষ্কার: ১৬ সেপ্টি ফ্রিজ দেওয়া হবে বলে জানান তিনি ।
ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এসময় ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা দেখতে আসা স্থানীয় দর্শকরা জানান, স্থানীয়দের উদ্যোগে ঐতিহ্যবাহী এই খেলা
দেখতে পেরে তারা খুব আনন্দিত ও খেলাটিকে ধরে রাখার আহ্বান তাদের ।
দৈনিক দেশতথ্য//এইচ//