শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট:
জেলার সদর উপজেলার তিস্তা নদীর চরের বালু ও কুলাঘাটে ধরলা নদীর চরের বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এতে সরকার এক কোটি টাকা রাজস্ব আয় করেছে।
জেলা প্রশাসকের উদ্যোগে ৭ ফেব্রুয়ারি এই বালু নিলামে বিক্রি করা হয়েছে।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে,
জেলায় কোন বালু মহল নেই। বালু মহল কার্যক্রম চালু করাটা র্দীঘ মেয়াদী প্রক্রিয়া। যার কারণে সরকারি ভাবে বালু মহল ঘোষনা সম্ভব হচ্ছে না। কিন্তু থেমে ছিল না বালু উত্তোলন। সরকারি বেসরকারি উন্নয়ন ও নিমার্ণ কাজে বালু অত্যাবশ্যকীয় নিমার্ণ সামগ্রী। তাই অপরিকল্পিত ভাবে যত্রতত্র হতে বালু উত্তোলন হয়ে আসছিল। এতে করে পরিবেশের মারাত্ম ক্ষতি ও ঝুঁকিতে ছিল।
লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক টিএমএ মমিন জানান, তিস্তা নদী হতে প্রায় এক কোটি সিএফটি বালু ৯১ লাখ টাকা ও কুলাঘাটে প্রায় ১২ লাখ সিএফটি বালু ৮লাখ ২৯ হাজার ৩৪৭ টাকা নিলামে বিক্রি করা হয়েছে। এসব বালু চর আকারে (স্তুপকৃত) ভাবে ধরলা ও তিস্তা নদীতে রয়েছে। আদেশের ৯০ দিনের মধ্যে বালু উত্তোলন করে নিতে হবে। এটা কোন বালু মহল এজারা নয়। উন্নয়ন কাজে তাৎক্ষণিক সমাধানে বালু নিলামের ব্যবস্থা মাত্র। তিনি আরো জানান, একই পদ্ধতিতে এক সপ্তাহের মধ্যে জেলার অন্যান্য উপজেলায় তিস্তা নদী হতে বালু উত্তোলনের নিলাম দেয়া হবে। ইতোমধ্যে প্রচার প্রচারনা সহ সকল প্রক্রিয়া শেষ হয়ে গেছে। তবে এটা বালু মহল নিলাম বলা যাবে না। বালু মহল ঘোষনা ও নিলাম প্রক্রিয়া একটু জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যাহার অনুমোদন প্রক্রিয়া চলমান রয়েছে। এখনো অনুমোদন পাওয়া যায়নি।
দৈনিক দেশতথ্য//এইচ//