ইসলামী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সম্মেলন অনুষ্টিত হয়েছে।
“ঐতিহ্য সংগ্রাম ও গৌরবের পথচলার ৩০ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১০ টায় জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় প্রশিখ্যন সম্পাদক নুরুল বশর আজিজী।
ইসলামী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কুষ্টিয়া জেলা সভাপতি আলহাজ্ব আহম্মাদ আলী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ আব্দুল্লাহ আখন্দ, সহ-সভাপতি মোহাম্মাদ রাহাত আলী বিশ্বাস, ইসলামী শ্রমিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি দেওয়ান আব্দুল খালেক, ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা তাওহীদুল ইসলামসহ আরো উপস্থিত ছিলেন জেলা, থানা ও ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, করনা পরিস্থিতিতে শপিংমল, বাণিজ্য মেলা সহ যাবতীয় কিছু চালু থাকলেও ছাত্রদের লেখা পরার অধিকারকে ক্ষুন্ন করা হয়েছে।
বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা না থাকলে দূর্ণীতিমুক্ত জাতি গঠন সম্ভব নয়। বাংলাদেশের বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজন আদর্শ ও দক্ষ নেতৃত্বের। ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠালগ্ন থেকেই আদর্শ ও দক্ষ নেতৃত্বের তৈরির জন্য কাজ করে যাচ্ছে।
বক্তাগণ আরো বলেন, আজ দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হলেও প্রকৃত স্বাধীনতার স্বাদ এখনো পায়নি, যারা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছে তারাও আজকে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে। স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতে হলে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। বক্তব্য শেষে প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন-এর চলমান কমিটি বিলুপ্ত করে ২০২২ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির কুষ্টিয়া জেলা সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি-রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক- মোস্তাকিম বিল্লাহকে মনোনীত হন। সংবাদ বিজ্ঞপ্তি।