Print Date & Time : 22 April 2025 Tuesday 8:19 pm

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চান ইবি শিক্ষার্থীরা

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রয়ারি) দুপুর দেড় টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইনগেইটে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

মিছিলে শিক্ষার্থীদের ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘ধর্ষকদের ঠিকানা,এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের আস্তানা,ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বিচার চাই বিচার চাই,ধর্ষকদের বিচার চাই’, ‘নারীদের অধিকার,প্রতিষ্ঠা করতে হবে’, ‘১ ২ ৩ ৪, ধর্ষক তুই বাংলা ছাড়’, ‘জাস্টিস জাস্টিস,উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় শিক্ষার্থীরা বলেন, চব্বিশের গনঅভ্যুত্থানে নারী-পুরুষ সবাই অংশগ্রহণ করেছিল। আমরা নারী পুরুষ সবার অধিকার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের মায়েরা বোনেরা ধর্ষণ, শ্লীলতাহানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু এখনো ধর্ষকদের কোনো বিচার নিশ্চিত হচ্ছে না।

তারা আরও বলেন ‘অবিলম্বে ধর্ষকদের গ্রেফ্তার করে সর্ব্বোচ্চ শাস্তি ফাসি নিশ্চিত করতে হবে।নতুন বাংলাদেশে যদি আমার বোনদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে আবার দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে’