Print Date & Time : 20 April 2025 Sunday 5:20 am

ধর্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছেন পটুয়াখালীর সাধারন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের চৌরাস্তায় এসে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিক্ষার্থী রুশদা ইসলাম রিপা, আতিকুর রহমান আসিফ, সান মাহমুদ সাকের।

বক্তারা বলেন, আমাদের বাউফল উপজেলায় একজন দশম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষিত হয়েছে এই ধর্ষণরোধ করার জন্য আমরা আজকে এই মশাল মিছিল করেছি যতদিন পর্যন্ত ধর্ষকদের সাজা ফাঁসি ও মৃত্যুদন্ড না করা হবে ততোদিন পর্যন্ত আমরা আন্দোলন মিছিল থামাবো না।

এম/দৈনিক দেশতথ্য//