Print Date & Time : 11 May 2025 Sunday 3:53 am

ধর্ষণের অভিযোগ অস্বীকারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনা পিবিআই পরিদর্শক মাসুদ কর্তৃক ধর্ষণের অভিযোগ অস্বীকার করার প্রতিবাদে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সেই নারী।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে দাবি করেন, অভিযুক্ত পিবিআই পরিদর্শক মাসুদ তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করেছে এবং মামলা থেকে অব্যাহতি পেতে এএসআই মিরানসহ তাকে জড়িয়ে বিভিন্ন কুৎসা রটনা করছে ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘটনার উদ্বৃতি দিয়ে ভুক্তভোগী ওই নারী
বলেন, পিবিআই পরিদর্শক মাসুদ ইউটিউব চ্যানেলে গান-বাজনা করেন। সেখান থেকে মাসুদের ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল সিম নম্বর সংগ্রহ করেন তিনি। ১০ মে দুপুর সাড়ে ১২ টার দিকে ভিকটিমের ব্যক্তিগত সমস্যার কথা ফোনে মাসুদকে জানালে সে ভিকটিমকে পিবিআই অফিসে দেখা করতে বলেন।
। এরপর ইমোতে ওই নারীর মাসুদের সাথে নিয়মিত যোগাযোগ হতো বলে জানান তিনি। ১৫ মে দুপুর সাড়ে ১২ টার দিকে ইমোতে ফোন দিয়ে মাসুদ তাকে ধর্মসভা মন্দিরের সামনে আসতে বলেন। এরপর ধর্মসভা মন্দির থেকে মোটরসাইকেলযোগে তাকে ছোট মির্জাপুর একটি অফিসে নিয়ে যায়। এরপর ইচ্ছার বিরুদ্ধে মাসুদ তাকে ধর্ষণ করে বলেও দাবি করেন তিনি।

এরপর ধর্ষণের ঘটনা কাউকে কিছু জানালে তাকে হত্যার হুমকি দিয়ে ওই অফিস থেকে বের করে দেন মাসুদ। এর আগে তাকে মারধর করাও হয়। এরপর খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুনের মোবাইল নম্বর সংগ্রহ করে বিষয়টি তাকে জানান ওই নারী। এরপর খুলনা থানা পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থলে এসে আলমত সংগ্রহের চেষ্টা করেন। সেখানে দেড় থেকে ২ ঘন্টা অপেক্ষার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বলেও সাংবাদিক সম্মেলনে জানান তিনি।

এসময় তিনি অভিযোগ করে আরও বলেন, খুলনা থানার এএসআই মো: মিরান শেখ ও ভিকটিমকে নিয়ে মাসুদ বিভ্রান্তিমূলক কথা ছাড়াচ্ছেন। যা মঙ্গলবারের বিভিন্ন পত্রিকার মাধ্যমে তিনি জেনেছেন। আর মিরান শেখ নামে কাউকে তিনি চেনেন না বলেও সংবাদ সম্মেলনের বক্তব্যে জোর দাবি করেন তিনি। সোমবার (৩০মে) মামলাটি আপোষ করার জন্য পিবিআই পরিদর্শক মাসুদ সোহেল নামে একব্যক্তিকে তার কাছে পাঠানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।

ভুক্তভোগী ওই নারী আরও বলেন, সোমবার (৩০ মে) মাসুদ নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মামলা থেকে রেহাই পেতে।

দৈনিক দেশতথ্য//এল//