Print Date & Time : 30 July 2025 Wednesday 11:29 pm

ধর্ষণের চেষ্টায় বিআরটিসির কাউন্টার মাস্টার!

কুষ্টিয়ার বটতৈল বাইপাস সংলগ্ন বিআরটিসি কাউন্টারের মাস্টার বাদশা (৩৫)। সে তার প্রতিবেশীর ২০ বছর বয়সী গৃহবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেছে। এমন একটি অভিযোগ দায়ের হয়েছে কুষ্টিয়া সদর থানায়।

জানা গেছে গত ২৮ মার্চ দুপুর সাড়ে ৩টার সময় ওই গৃহবধূর বাড়িতে যায়। সেখানে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত বাদশা। ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, ওই গৃহবধূর স্বামী প্রতিদিনই পেশাগত কাজে সকালে বের হয়ে রাতে বাসায় ফেরেন। গত ২৮ মার্চ বিকালে বাদশা তার বাড়িতে প্রবেশ করে। তার সাথে কথা-বার্তা বলার একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে। সেসময় অভিযুক্ত বাদশা তাকে ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

অভিযুক্ত বাদশা

ঘটনার পরদিন বিকালে ওই গৃহবধূর নানী শাশুড়ি অভিযুক্ত বাদশার বাড়িতে গিয়ে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে বিচারের দাবি করেন। সেসময় বাদশা ও তার পরিবারের লোকজন তার উপরে চড়াও হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বেধরক মারধোর করে। বৃদ্ধা নানীকে হত্যার উদ্দেশ্যে মারধোর ও স্ত্রীকে ধর্ষণ চেষ্টার বিচার পেতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হয়েছেন ভুক্তভোগী ঐ গৃহবধূর স্বামী।

অভিযুক্ত বাদশা তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন। বাদশা বলেন, জমি-জমা সংক্রান্ত বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তির সাথে তার বিরোধ রয়েছে। তারা তাকে ফাঁসানোর জন্য সাধারণ ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছে।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন জানান, অভিযোগ এখনো হাতে পাইনি। পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।  

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ০১,২০২৩//