বরগুনায় শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্যালিকার মেয়ে তাইফা (৩) ও প্রতিবেশির পুত্র হাফিজুর (১৩) নামের দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছে অভিযুক্ত ইলিয়াস (৩০)। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় শ্যালিকা রিগান ও অন্য এক নারী আহত হয়েছেন। তাদেরকে বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দিনগত গভীর রাতে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া এলাকার পূর্ব গুদিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইলিয়াস সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের মৃত আবুল পহলানের ছেলে।
এ ব্যাপারে বরগুনা সদর থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, স্বামী পরিত্যক্তা নারী রিগানের প্রতি লালসা ছিল দুলাভাই ইলিয়াসের।
বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে রিগান, তার শিশু কন্যা তাইফা ও প্রতিবেশী শিশু হাফিজুলকে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিল। ইলিয়াস গভীর রাতে ওই বাড়িতে গিয়ে শ্যালিকা রিগানের সঙ্গে অবৈধ শারিরীক সম্পর্ক করতে চায়। রিগান বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে। এসময় রিগানকে বাঁচাতে এলে দুই শিশুকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় ইলিয়াস। ঘটনাস্থলেই শিশু হাফিজুলের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে শিশু তাইফার মৃত্যু হয়।
পুলিশ আলামত উদ্ধার করেছে। অভিযুক্ত ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত শিশুদের মরদেহ মর্গে নেওয়া হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৪,২০২৩//

Print Date & Time : 24 August 2025 Sunday 2:45 am