Print Date & Time : 11 May 2025 Sunday 4:11 am

ধর্ষণ মামলায় কনস্টেবলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে ধর্ষণের মামলায় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বিয়ের প্রলোভনে ওই পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন এক তরুণীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

রোববার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রাফিজুল ইসলাম এ আদেশ দেন বলে আদালতের বিশেষ পিপি বদর উদ্দিন আহমদ জানান।

পুলিশ সদস্য সাদ্দাম হোসেন (২৫) জেলার গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের প্রয়াত আমীর আলীর ছেলে। ময়মনসিংহ পুলিশ লাইন্সে কর্মরত সাদ্দাম ২০১৫ সালে কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন।

মামলা সূত্রে বদর উদ্দিন আহমদ বলেন, “২০২১ সালের ২২ সেপ্টেম্বর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। মামলায় ভুক্তভোগী তরুণীর জবানবন্দি গ্রহণ শেষে পিবিআইকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন আদালত।”

“তদন্ত শেষে চলতি বছরের ২৩ জুন আদালতে প্রতিবেদন জমা দেয় পিবিআই। ধর্ষণের সত্যতা পাওয়ায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।”

তিনি আরও বলেন, “একুশ বছর বয়সী ভুক্তভোগী তরুণী একই উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সাদ্দাম হোসেন ওই তরুণীকে প্রেমের ছলে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে গত ২১ মে সাদ্দাম হোসেন তাকে ধর্ষণ করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে ২ জুলাই আবার ধর্ষণ করেন।”

“ভুক্তভোগী তরুণী বিয়ের জন্য চাপ দিলে সাদ্দাম হোসেন তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। বিষয়টি সাদ্দাম হোসেনের পরিবারকে জানালেও কোনো সুরাহা না হওয়ায় ওই তরুণী আদালতে মামলা করেন।”

আর//দৈনিক দেশতথ্য//২৯ আগষ্ট-২০২২