Print Date & Time : 3 July 2025 Thursday 7:53 am

ধর্ষণ মামলায় পিবিআই পরিদর্শক কারাগারে

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনায় আ‌লো‌চিত ক‌লেজ ছাত্রী ধর্ষণ মামলার আসা‌মি পি‌বিআই প‌রিদর্শক মঞ্জুর হাসান মাসু‌দকে কারাগা‌রে পা‌ঠি‌য়ে‌ছেন বিজ্ঞ আদালত। খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনা‌ল ১ এর বিচারক মোসাঃ দিলরুবা সুলতানা তা‌কে কারাগারে পাঠা‌নোর নি‌র্দেশ দেন।

এর আ‌গে মাসুদ আদাল‌তে জা‌মিন প্রার্থনা কর‌লে তা নামঞ্জুর করেন আদালত।

ওই আদাল‌তের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী অ‌লোকা নন্দ দাস এ বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আদাল‌ত সূত্রে জানা যায়, আসা‌মি মাসুদ ২৬ মে উচ্চ আদালত থে‌কে এ মামলায় ১৪ দি‌নের অন্তবর্তী জা‌মিন লাভ ক‌রেন। আজ বুধবার(০৮ জুন) উচ্চ আদাল‌তের জা‌মি‌ন মেয়াদের শেষ দিন ছিল। সর্বশেষ নিম্ন আদাল‌তে আত্মসমর্পণ ক‌রে জা‌মি‌নের আ‌বেদন কর‌লে তা নামঞ্জুর ক‌রে তাকে কারাগা‌রে পাঠা‌নো হয়েছে।

এর আগে গত ১৫ মে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে খুলনা মহানগরীর ছোট মির্জাপুরস্থ একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ঐদিন দুপুরে কলেজ পড়ুয়া ভিকটিমকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন সাংবাদিকদের ঐ সময় জানান, কলেজছাত্রী ওই মেয়েটি পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুকে ছবি সংক্রান্ত বিষয় নিয়ে ৫ দিন আগে আসে। এ সুযোগে তাকে সহযোগিতা করার আশ্বাসে ১৫ মে দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ছোট মির্জাপুরের কাগজী হাউজের ওই অফিসে নিয়ে যায় মাসুদ। সেখানেই তাকে ধর্ষণ করে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উক্ত অফিসের তালা ভেঙ্গে সেখানে কেএমপি ‘র উপ-পুলিশ কমিশনার সোনালী সেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ওই কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্নের পর এঘটনায় থানায় মামলা হয়। যার নং ১৫ (তাং ১৫-০৫-২২)।

সর্বশেষ ওই মামলায় নিম্ন আদাল‌তে আত্মসমর্পণ ক‌রে জা‌মি‌নের আ‌বেদন কর‌লে তা নামঞ্জুর ক‌রে তাকে কারাগা‌রে পাঠা‌নো হয়েছে

দৈনিক দেশতথ্য//এল//