সুদীপ্ত শাহীন,লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাটের স্কুলের ৮ম শ্রেণির ছাত্রীকে অপরহরণের দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ।
বগুড়ার নন্দিগ্রাম হতে ভিকটিম কে উদ্ধার করে তার পরিবারের কাছে সোপর্দ করেছে।
জানা গেছে, স্কুলে যাওয়ার পথে ৮ম শ্রেনির এই ছাত্রীকে মঙ্গলবার সকালে জোরপূর্বক চেতনানাশক দিয়ে অপহরণ করে বখাটেরা। ভিটিকের বাবা তাৎক্ষণিক কালীগঞ্জ থানায় অপহরণের মামলা দেয়। এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, অপহরণকারী দলের হোতা মোঃ রিমন মিয়া (২০) এই স্কুল ছাত্রীকে দুই বছর আগেও একবার অপহরণ করে ধর্ষণ করে ছিল। সেই মামলাটিও আদালতে বিচারাধিন রয়েছে। ধর্ষক রিমন মিয়া উপজেলার তুষভান্ডার ইউনিয়নের উত্তর গণেশ্যাম গ্রামের রবি মিয়ার পুত্র। বিচারাধিন ধর্ষণ মামলাটি হতে রক্ষা পেতে এবার নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করেছে ধর্ষক ও তার সহযোগীরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ নুরুজ্জামান জানান, ভিকটিমকে উদ্ধার করেছি। আসামিকে গ্রেফতারের কাজ চলছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post