মিরপুর উপজেলার ধলসা পয়ারী হযরত ওমর ফারুক দাখিল মাদরাসায় ২০২২ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায়-বরণ অনুষ্ঠান করা হয়েছে। শনিবার সকাল-বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী। শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি আহাম্মদ আলী ঘোষনা করেন আগামী ২০২৩ সালের জানুয়ারী মাসের মধ্যে রাসেল ডিজিটার ল্যাব প্রদান করা হবে। দাখিল পরিক্ষার ভাল ফলাফল পূর্বের চেয়ে ও আরো ভাল করতে পারলে মাদরাসার শিক্ষার্থীদের সুবিদার্থে যা-যা প্রয়োজন তা প্রদান করা হবে। মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মামুনুর রহমান মিলন,পারুল আখতার, মাওলানা মুফতি মোঃ আব্দুল হান্নান, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ সুকচাদ আলী, মোঃ রবিউল ইসলাম, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা মোঃ আব্দুল মাজেদ, মাওলানা মোঃ শওকত আলী, মোছাঃ ফিরোজা খাতুন, মোছাঃ মাহমুদা খাতুন প্রমুখ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন শিক্ষক প্রতিনিধি মুফতি মওলানা মুহাম্মদ আব্দুল হান্নান, মামুনুর রহমান মিলন, পারুল আক্তার, মওলানা মুহাম্মদ শহিদুর ইসলাম, ফিরোজা খাতুন। বক্তব্য প্রদান করেন মওলানা মুহাম্মদ ইয়াকুব আলী, মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ সুকচাঁদ আলী, ক্বারী মহাম্মদ আব্দুল মাজেদ প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১১,২০২২//