Print Date & Time : 18 July 2025 Friday 1:45 am

ধামইরহাটে আইডিয়াল মাদরাসা উদ্বোধন

রাশেদুজ্জামান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আইডিয়াল মাদরাসা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টায় নূরানী শপিং কমপ্লেক্সের দোতলায় মাওলানা মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আজাহার আলী এর উদ্বোধন করেন।

এসময় ছয় জন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করে নেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানীসহ আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন ও সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নু আইডিয়াল মাদরাসার ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//