Print Date & Time : 6 May 2025 Tuesday 2:50 am

ধামইরহাটে মাদকসহ আটক ২

রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দুইজন মাদক ব্যবসায়ী কে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ।

ধামইরহাট থানা সূত্রে জানা যায়, গতকাল ৫ ফ্রেব্রুয়ারী ধামইরহাট থানাধীন অভিযানে ৩৫০ পিস টাপেন্টাডলসহ তিনজন কে আটক করে।

আটককৃতরা হলেন অত্র থানাধীন জোতমাহমুদপুর ( আলতাদিঘি) এলাকার মোঃ মেহের আলীর ছেলে মোঃ জহুরুল ইসলাম (৩৬), একই এলাকার মৃত আয়েন উদ্দীন এর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫) ও বাসুদেবপুর এলাকার মোঃ ময়েজ উদ্দীন এর ছেলে মোঃ আব্দুর রহিম ( পালাতক) ।

এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআই মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স ৩৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//