Print Date & Time : 25 August 2025 Monday 2:27 am

ধামইরহাট সীমান্তে স্বর্ণের বারসহ আটক ১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার অন্তর্গত ধামইরহাট সীমান্তে

৬টি স্বর্ণের বারসহ একজন আটক হয়েছেন। গতকাল ২৭ এপ্রিল দুপুেরর দিকে গোপন সূত্রে ১৪ বিজিবির অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোঃ কিবরিয়া(৩৫), পিতা-মোঃ আলাউদ্দিন গ্রাম-চকশব্দল, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ। সে এলাকার চিহ্নিত চোরাকারবারী, তার বিরুদ্ধে থানায় মাদক পাচারের মামলা রয়েছে। উদ্ধারকৃত ০৬টি স্বর্ণের বার নজিপুর জুয়েলারি সমিতির বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে, এই স্বর্ণের বারগুলো খাঁটি এবং ২৪ ক্যারেটের যার ওজন ৬৯৯.৪৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫৩,১৩,২৩১/- (তেপান্ন লক্ষ তের হাজার দুইশত একত্রিশ) টাকা।
এ প্রেক্ষিতে ধামইরহাট থানায় আসামীসহ মামলা করতঃ আটককৃত আসামীকে ধামইরহাট থানায় হস্তান্তর এবং আটককৃত স্বর্ণের বারগুলো নওগাঁ ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//