Print Date & Time : 25 August 2025 Monday 12:16 pm

নওগাঁয় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন

নওগাঁয় প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। সদর উপজেলা কৃষি অফিস এর আয়োজন করে।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান নাইস পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনিন প্রমূখ বক্তব্য রাখেন।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে উপজেলার ৪ হাজার ৬৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হবে। যেখানে চাষীরা গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর, খেসারি, চিনা বাদাম, মুগ ও শীতকালীন পেয়াজ বীজসহ ডিএপি ও এমওপি সার পাচ্ছেন।

বা// দৈনিক দেশতথ্য// ১৯ নভেম্বর//