নওগাঁ প্রতিনিধি: দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত হয়েছে। ১১ মার্চ (সোমবার) সকাল ১১ টার দিকে শহরের রুবির মোড়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দৈনিক দেশ রুপান্তরের নওগাঁ জেলা প্রতিনিধি পারভেজ রহমানের সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূনীতি দমন কমিশনের নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান।
এসময় মোহাম্মদ মাহমুদুর রহমান তার বক্তব্য বলেন, দেশ রুপান্তর শুরু থেকেই বিশ্বাস ও আস্থার মধ্যে দিয়ে পাঠকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। পাঠক প্রিয় দেশ রুপান্তর যে ভালবাসা পেয়েছে তা আরো বৃদ্ধি পাবে। এবং ভবিষৎতে আরোও পাঠক অর্জন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মতিউর রহমান, নওগাঁ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পুলিশ পরিদর্শক (প্রশাসন) আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজহারুল ইসলাম বুলু।
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও মাই টিভির নওগাঁ প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, নওগাঁ জেলা টেলিভিশন, প্রিন্ট অনলাইন এসোসিয়েশনের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক এখন টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি আব্বাস আলী,এশিয়ান টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি রাশেদুজ্জামান, এখন টেলিভিশনের ক্যামেরা পারর্সন দেলায়ার হোসেন, দৈনিক বাংলা ও নিউজ বাংলার রিফাত হোসাইন সবুুজ, দৈনিক কালবেলার নওগাঁ প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামানিক, বনিক বার্তার নওগাঁ জেলা প্রতিনিধি আরমান হোসেন রুমন, দেশ রুপান্তর পত্রিকার এজেন্ট ইয়াসিন আলী, সাংবাদিব হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১১,২০২৪//