নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার ( ৬ জুন ) সকাল ১১টার দিকে শহরের গোস্তহাটির মোড় যায়যায়দিনের জেলা শাখার নিজ কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও কেক কর্তন যায়যায়দিনের জেলা প্রতিনিধি রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি নওগাঁ সদর।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন নওগাঁ কালিতলা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর কওসার হোসেন, মফস্বল সংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি খোরশেদ আলম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, সময় টিভির স্টাফ রিপোর্টার এম আর রকি,সাধারণ সম্পাদক সোহেল রানা, মোহনা টেলভিশনের জেলা প্রতিনিধি হাবিব,বাংলাদেশ কণ্ঠ জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান,প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি আব্দুর রাকিব,বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান,এই বাংলার জেলা প্রতিনিধি শামীম হোসেন, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আহসান হাবিব, গণমুক্তির জেলা প্রতিনিধি মেরাজ হোসেন, অগ্নি শিখা জেলা প্রতিনিধি রানা সরদার, প্রথম সূর্যোদয়ের জেলা প্রতিনিধি শাকিল আহমেদ, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের মেজবাউল হক-সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশে বলেন,যে লক্ষ নিয়ে আপনারা সাংবাদিকের মতো এমন মহান পেশাকে বেছে নিয়েছেন সেই পেশার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে দেশ ও সমাজের উন্নয়নের জন্য কাজ করবেন। এছাড়াও সাংবাদিকদের একে অপরের সাথে ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান। এতে করে সাংবাদিকের সত উদ্দেশ্য সফল হবে বলেও মন্তব্য করেন তিনি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post