নওগাঁর ছোট যমুনা নদীতে নৌ-শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। বুধবার বিকেলে প্রতিমা বিসর্জনের উৎসবে প্রতিমাবাহী নৌকা ছাড়াও ব্যক্তিগত, পারিবারিক এবং বিভিন্ন ক্লাব
সংগঠনের প্রায় ৫শতাধিক নৌকা অংশ নেয়। নৌকায় ঢাকের শব্দ এবং মাইকের গানের শব্দে মুখরিত হয়ে উঠে ২ কিলোমিটার এলাকাজুড়ে। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে বিভিন্ন ধর্মের নারী-পুরুষ, শিশু, কিশোর এমন দৃশ্য উপভোগ করেন। নৌ-শোভাযাত্রা শেষে দহের ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন পূজামন্ডপে দেবীর পায়ে সিঁদুর ছোঁয়ার পর শুরু হয় ভক্তদের সিঁদুর খেলা। একে অন্যকে পরিয়ে দেন সিঁদুর। চলে ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান।
উল্লেখ্য, এ বছর জেলার ১১টি উপজেলায় মোট ৮১৬টি পূজামন্ডপে শারদীয়
দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৬,২০২২//

Discussion about this post