Print Date & Time : 6 July 2025 Sunday 8:50 am

নওগাঁয় বালিকা বিদ‍্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ে পুরষ্কার বিতরণের ছবি

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে।

২১ নভেম্বর সোমবার বিকেল ৫টায় দিকে শহরের মুক্তির মোড়ে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।এসময় বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জাকির হোসেন এবং জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান।অন্যানের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‍্যান ইলিয়াস তুহিন রেজা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসিম আহম্মেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ পরাণ নয়ন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইসতিয়াক আহম্মেদ ইমরানসহ বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিকসহ ৬টি ক্যাটাগরিতে ৪০০ জন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। পরে সন্ধ্যায় শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।