নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া এক প্রতিবন্ধীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন বাজারে ঘটনাটি ঘটে।
স্থানীয় বিএনপির ব্যানারে কয়েকজন নেতা দোকানঘরটি ভেঙে নির্মাণকাজ শুরু করেন। নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত চান্দু মেম্বার নামে একজন।
দোকানটির বরাদ্দ পাওয়া প্রতিবন্ধী রাজ্জাক বলেন,কয়েকদিন আগে তারা তারেক রহমান ও খালেদা জিয়ার ছবি ব্যবহার করে বিএনপির একটি ব্যানার টানিয়ে দেয়। এরপর থেকেই আমি বিভিন্ন দপ্তরে ঘুরছি, কিন্তু দোকান ফেরত পাইনি। আমি প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই।”
স্থানীয় শান্ত নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন,শুক্রবার ছুটির দিন কাজে লাগিয়ে দোকানঘরটি দখল করা হয়। পরে খবর ছড়িয়ে পড়লে লোকজন জড়ো হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন বলেন,অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা ভূমি কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বরাদ্দপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিকে তার দোকানঘর ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, অসহায় ও প্রতিবন্ধীদের বরাদ্দকৃত সম্পত্তি দখল করা মানবিকতার পরিপন্থী। প্রশাসনের দ্রুত পদক্ষেপে বিষয়টির ন্যায্য সমাধান হবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।
প্রিন্ট করুন








Discussion about this post