Print Date & Time : 9 May 2025 Friday 5:51 am

নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ের পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৬টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন- রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
পরে কাচারি বাড়ি দেবেন্দ্র মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার সাফিউল সারোয়ার।

আলোচনায় বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: বেলাল হোসেন ও নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।

সরকারি ভাবে তিনদিন অনুষ্ঠানের আয়োজন করা হলেও স্থানীয় ভাবে আরো কয়েকদিন এ উৎসব চলে। পতিসর কাচারি বাড়িতে কবি ভক্তদের পদচারণায় এক মিলনমেলায় পরিনত হয়।কবিগুরু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে পতিসরে বসে এক গ্রামীণ মেলা। আর এ দিনকে ঘিরে গ্রামের বাড়িতে বাড়িতে চলে উৎসবের আমেজ। আত্রাই উপজেলার নাগর নদীর তীর ঘেষে গড়ে উঠা নিভৃত পল্লী পতিসর কাছারি বাড়ি।কবিগুরু জমিদারী প্রাপ্ত হয়ে প্রথম পতিসরে আসেন ১৮৯১ সালে ১৫ জানুয়ারিতে। এরপর থেকে কবি ১৯৩৭ সাল পর্যন্ত নাগর নদ দিয়ে বজরায় চড়ে নিয়মিত এই কুঠি বাড়িতে আসতেন। সবশেষ আগমণ ঘটে ১৯৩৭ সালে ২৭ জুলাইয়ে। এখানে বসে রচনা করেছেন অনেক কবিতা, গল্প ও প্রবন্ধ।