নওগাঁয় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এর আয়োজন করে বাংলাদেশ ফুড এন্ড নিউট্রিশন এ্যাসোসিয়েশন (বাফনা)। এতে প্রধান অতিথি ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক।
আলোচনা সভায় বাফনা’র খাদ্য ও ফুড সেফটি বিষয়ক উপ কমিটির সদস্য ইমরান মিঞা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হুমায়ুন কবির ও জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান এস এম আশিফ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বিশ্ব সংঘাত, অর্থনৈতিক সংকট, জলবায়ু জরুরী অবস্থা, পরিবেশগত অবক্ষয় এবং কোভিড-১৯ এর প্রভাবের কারণে খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি। তবুও, সবার জন্য এবং সর্বত্র এসডিজি ২০৩০ এজেন্ডা অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সে ক্ষেত্রে দেশের সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তারা।
র্যালী ও আলোচনা সভায় বাফনা’র নেতৃবৃন্দ ও নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড টেকনোলজির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবি/দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৬,২০২২//

Discussion about this post