Print Date & Time : 2 August 2025 Saturday 7:56 am

নওগাঁয় মাছ চাষের পুকুর দখলের চেষ্টা, আহত ৪

নওগাঁ :
নওগাঁ সদর উপজেলায় মাছ চাষের পুকুর দখলকে কেন্দ্র করে মারধরে দু’পক্ষের অন্তত ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।

আহত দুবলহাটি ইউনিয়নের ৬ নং ইউপি সদস্য সাজ্জাদ হোসেন মুঞ্জু (৫২) সহ আহতদের পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার করে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

শুক্রবার সকালে মাইকিং করে এলাকাবাসী একত্রিত হয়ে মাছ ধরতে গেলে দুপক্ষের মধ্যে দখলের প্রস্তুতিকালে ব্যবহৃত হাশুয়া, রামদা সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টার ঘটনা ঘটে।
এ ঘটনায় আব্দুল আজিজের পরিবারের ৮’জনকে প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ রাখার অভিযোগ রয়েছে।

পড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারায় সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে, পড়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।