Print Date & Time : 5 July 2025 Saturday 9:26 pm

 নওগাঁয় মাটিকেটে কারাগারে ৬ জন

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর সদর উপজেলায় ফসলি জমির পৃষ্ঠ কাটার দায়ে ছ’জনকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাদের তিন মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নওগাঁ জেলা প্রশাসকের দপ্তর থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শৈলগাছী ইউনিয়নের পারবাকাপুর গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. শওকত মেহেদী সেতু।

দণ্ড প্রাপ্তরা হলেন, ট্রাক্টর চালক আকাশ, আমিন, রাজু, রায়হান, নিরব এবং ভেকু চালক রনি।

এসিল্যান্ড শওকত মেহেদী বলেন, সরেজমিনে গিয়ে দেখা যায় ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১২ এর আওতায় আলাদা দুটি মামলা করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ৩০,২০২৪//