অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু। তিনি নওগাঁ জেলা আইনজীবী সমিতির সভাপতি। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের নওগাঁ জেলা শাখার সভাপতি। এ দুটোয়ই তার তার সাংগঠনিক পরিচিতি।
এর বাইরেও তার একটি পরিচিতি আছে। সেটা হলো এই যে,তিনি মানবতার ফেরিওয়ালা হিসেবে নওগাঁর সর্বস্তরের জনগণের মন জয় করেছেন। ভালো কা দিয়ে তিনি বিভিন্ন এলাকার মানুষেরা হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
তার ব্যাপারে কথা হচ্ছিল সদর উপজেলার চন্ডিপুর গ্রামের সিরাজুল ইসলাম এর সঙ্গে। তিনি বললেন, এডভোকেট খোদাদাদ খান পিটু বাংলাদেশ আওয়ামী যুবলীগের নওগাঁ জেলা শাখার শুধু সভাপতিই নয় তিনি একজন মানবিক অসহায় মানুষের বন্ধু। যে কোন মানুষ বিপদ-আপদে তাকে স্মরণ করে। তিনি আমাদের এলাকার মাটির মানুষ। তিনি অভিভাবকের চেয়ে কম কিছু নন। আমরা চাই এভাবেই সারাজীবন তিনি আমাদের পাশে অভিভাবক হিসেবে থাকবেন।
হাঁপানিয়া,বর্ষাইল,চকমমুক্তার চক,এনায়েতসহ বিভিন্ন এলাকার অসহায় গরীব মানুষদের সঙ্গে কথা হলে তারা বলেন, এডভোকেট খোদাদাদ খান পিটু আমাদের বিপদ-আপদে যেকোনো সময় রাতের বেলা কিংবা দিনে তার বাড়ির দুয়ারে সমস্যা নিয়ে উপস্থিত হলে তিনি আমাদের মুহূর্তেই সমস্যার সমাধানে থাকেন অত্যান্ত আন্তরিক। তার মতো সৎ এবং পরোপকারী নেতা পাশে থাকলে উপকৃত হবেন আমাদের এলাকার সর্বস্তরের মানুষ। তিনি থাকলে আমরা সুন্দর ও স্বাভাবিক ভাবেই জীবন যাপন করতে পারবো।
এ বিষয়ে অ্যাডভোকেট খোদাদাদ খান পিটুর বলেন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে এলাকার জনগণের সেবা করে আসছি। করোনা কালীন সময়েও ছিলাম। যে কদিন বাঁচবো এলাকার মানুষের সেবা করে যাব। বিপদ-আপদে কেউ আমার কাছে আসলে আমি তাদের পাশে থাকি। আগামীতেও থাকবো ইনশাল্লাহ।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৬,২০২৩//

Discussion about this post