নওগাঁ প্রতিনিধি: সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নওগাঁ সদর উপজেলা চত্বরে শুরু হয়েছে পেনশন মেলা।
মেলা উপলক্ষে মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়। এ ছাড়া, সন্ধ্যায় আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসক আব্দুল আউয়ালের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার এনডিসি, খোন্দকার আজিম আহম্মেদ।কর্মশালায় অংশগ্রহণের আগে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মর্জিনা আক্তার। তিনি সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করাসহ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কর্মশালায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ এরফান উদ্দিন।অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) ফারজানা হোসেন বক্তব্য দেন।
মেলায় ব্যাংক, এনজিও, সরকারি প্রতিষ্ঠান, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ ও নগদ), ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ অন্য অংশীজনরা সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করে। মেলায় সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চলমান চারটি স্কিমের (প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা) বিভিন্ন সুবিধাগুলো তুলে ধরা হয়। বিশেষত নতুনভাবে সংযোজিত সুবিধা যেমন- জমা করা টাকার ৩০ শতাংশ এককালীন (অফেরতযোগ্য) উত্তোলন সুবিধা, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় ও গ্রাহক জমার বিনিয়োগের ওপর কর অব্যাহতির বিষয়টি জনসাধারণকে জানিয়ে বলা হয় নতুনভাবে এ সুবিধা দেয়ার জন্য সর্বজনীন পেনশন স্কিম আরও লাভজনক হবে।নতুন করে কোন কিছু সংশোধন হতে পারে বলেও বক্তারা জানান।