Print Date & Time : 5 April 2025 Saturday 8:33 am

নওগাঁয় ১৯ মামলার আসামিসহ ডাকাত আটক: মালামাল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় ডাকাতি, চুরি ও ছিনতাই মামলাসহ মোট ১৯ মামলার আসামি আজাদুল (৪৭), জাহিদুল ইসলাম (৪২), ও রেজাউল মন্ডল (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩০) মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার সাফিউল সারোয়ার।

এর আগে শনিবার (২৯ মার্চ) রাতে রাজশাহীর পুঠিয়া,নওগাঁর মহাদেবপুর ও আত্রাই থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজাদুল সদর উপজেলার বজরুক আতিথা গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।

নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, আজাদুল নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জের একটি স্বর্ণ নগদ টাকা ও রুপা ডাকাতি মামলার আসামি। এ ছাড়াও তার নামে ডাকাতি, চুরি ও ছিনতাই মামলাসহ বিভিন্ন ধারার মোট ১৯টি মামলা রয়েছে।

শনিবার (২৯ মার্চ) রাতে নওগাঁ জেলা পুলিশের একাধিক টিম যৌথ অভিযান পরিচালনা করে রাজশাহীর পুঠিয়া,নওগাঁর মহাদেবপুর ও আত্রাই থেকে তাদেরকে গ্রেফতার করে।এতে ডাকাতি কৃত একটি স্বর্ণের চেইন,ডাকাতি কাজে ব্যবহৃত ও ডাকাতির টাকায় কেনা সহ দুটি মোটরসাইকেল ও নগদ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

রবিবার (৩০ মার্চ) আজাদুল সহ তাদেরকে আদালতে পাঠানো হবে।৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান পুলিশ সুপার সাফিউল সারোয়ার।