Print Date & Time : 22 September 2025 Monday 11:13 am

নওগাঁর ডিসি আব্দুল আউয়াল এর বিরুদ্ধে স্মারকলিপি প্রদান

নওগাঁ প্রতিনিধি:
সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং সাংবাদিক সমাজে বিভেদ সৃষ্টির প্রতিবাদে নওগাঁ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় স্মারকলিপিটি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানোর আশ্বাস দেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেক দুর্গোৎসব উপলক্ষে অনুষ্ঠিত সৌহার্দ্য সমাবেশে উপস্থিত প্রায় আটটি সাংবাদিক সংগঠনের মধ্যে একটি সংগঠনকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়। ওই সমাবেশ শেষে সাংবাদিকরা এ বিষয়ে কথা বলতে গেলে জেলা প্রশাসক আব্দুল আউয়াল তাদের সাথে উত্তেজিত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন। স্মারকলিপিতে আরো বলা হয়, প্রতিটি অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে একটি সংগঠনকে জেলা প্রশাসক প্রাধান্য দিয়ে থাকেন। সরকারি বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রেও ওই একই সংগঠনকেই প্রাধান্য দিয়ে থাকেন।এতে সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ ও বিভেদের সৃষ্টি হয়েছে। এটি গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবাদিকতার স্বাধীনতার পরিপন্থী।

স্মারকলিপিতে আরও দাবি করা হয়—
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সভা-সমাবেশ, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত সভায় জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাংবাদিক প্রতিনিধি রাখতে হবে।

সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ বন্ধ করতে হবে এবং তাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসকের খাস জায়গায় নির্মিত প্রেসক্লাব ভবনের ১ম তলা অথবা ২য় তলা জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের নামে বরাদ্দ দিতে হবে। একই সাথে সাংবাদিকদের জন্য সরকারি সুযোগ-সুবিধা এবং সরকারি বিজ্ঞাপন বণ্টনের ক্ষেত্রে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটকে অন্তর্ভুক্ত করতে হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সভাপতি সাদেকুল ইসলাম সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাথে সম্পৃক্ত পাঁচটি সংগঠনের মোফাজ্জল হোসেন, এম আর রকি, সাব্বির আহমেদ,রুহুল আমিন,হাবিবুর রহমান, পারভেজ রহমান, রাশেদুজ্জামান রাশেদ,আব্দুর রাকিব সহ প্রায় অর্ধশত সাংবাদিক।