রাশেদুজ্জামান, নওগাঁ: নওগাঁর মহাদেবপুর থেকে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি আতাউর রহমান শান্ত (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার রাত ১টার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের আজিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক আতাউর রহমান উপজেলার চেরাগপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। রোববার সকাল ১০টায় র্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে আজিপুর এলাকায় বিশেষ অভিযানে আতাউর রহমানকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটারগান ও ১টি গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- আতাউর রহমান অস্ত্রের মুখে ভয়-ভীতি প্রদর্শন করে বিভিন্ন স্থানে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ করতো। এরপর সে ঢাকাসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যেত।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post