নওগাঁয় “অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির (অসকস)” সদস্যদের সাথে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় জেলার সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নওগাঁ জেলা শাখার সভাপতি অবঃ সার্জেন্ট সাইদুল ইসলাম হেলাল।
অসকস তিলকপুর ইউনিয়ন শাখার সভাপতি অবঃ সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফজলুল হক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা ও বগুড়া জেলার প্রধান উপদেষ্টা অবঃ সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল খালেক, নওগাঁ জেলা শাখার উপদেষ্টা অবঃ সিনিয়র ওয়ারেন্ট অফিসার একরামুল হক ও অবঃ সিনিয়র ওয়ারেন্ট অফিসার আহসান হাবীব উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মধ্যে অসকস নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অবঃ সার্জেন্ট সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক অবঃ সার্জেন্ট আশরাফুল ইসলাম, অবঃ ওয়ারেন্ট অফিসার নজরুল, অবঃ সেনা সদস্য আজিজ, ফজলু, মোক্তার হোসেন, মুনসুর আলী, রাজু আহম্মেদ, সাইদুর রহমান, মিজান, আজম, নাজিম, রুবেল হোসেন, সালাম, মাসুদসহ জেলা ও উপজেলার অসকস এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে তিলকপুর ইউনিয়ন থেকে অগ্রাধিকার ভিত্তিতে ৫০ জন অবসরপ্রাপ্ত প্রবীণ সেনা সদস্যকে জেলা কমিটির সদস্য পদ দেয়া হয়।
উল্লেখ্য: অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নায্য অধিকার আদায়ের লক্ষে ২০১৮ সালে বাংলাদেশে “অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস)” নামে একটি সংগঠন যাত্রা শুরু করে। অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, জনকল্যাণমূলক এই সামাজিক সংগঠন বর্তমানে দেশের ৬৪টি জেলারঅবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নিয়ে কাজ করছে।
জা//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৮, ২০২২//

Discussion about this post