রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, সাবেক বাণিজ্যমন্ত্রী ও মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল জলিলের ১০ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
কর্মসূচির শুরুতে সোমবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের চকপ্রাণ মহল্লায় প্রয়াত নেতার কবরে প্রথমে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক।
বেলা সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পিতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। পরে পর্যায়ক্রমে সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, চেম্বার অফ কমার্স, আব্দুল জলিল ফাউন্ডেশনসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক, সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ ও সাধারন সম্পাদক নাছিম আহম্মেদ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইসতিয়াক আহম্মেদ ইমরান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আক্তার, নওগাঁ জেলা কৃষকলীগের নেতা খোরশেদ আলম, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউল প্রমূখ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//