রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার উৎপাদিত আম সঠিক ভাবে পরিবহন ও পরিবহনের দাম নির্ধারণ করতে জেলার আম ব্যবসায়ী ও বিভিন্ন কুরিয়ার সার্ভিসের কর্মকর্তাদের নিয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বিকেল ৩:০০ টায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এর সভাপতিত্বে তার সভা কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ সহ-জেলা আম চাষি, পাইকারী আম ব্যবসায়ী , আমের আরতদার ও বিভিন্ন কুরিয়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা তাতে উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত কুরিয়ার সার্ভিস কর্মকর্তারা আম পরিবহনে কয়েকটি ধাপে কেজি প্রতি ১২ থেকে ১৬ টাকা দাবি করেন।
আম আড়ৎদাররা বলেন, কুরিয়ার সার্ভিসের কাছে আমাদের দাবি আম পরিবহন খরচ যেন কম করা হয়। আম পরিবহন খরচ কম হলে আমরা দেশের বিভিন্ন স্থানে আম পাঠাতে পারবো এতে করে যেমন আম ব্যাবসায়ীরা লাভবান হবে তার পাশাপাশি নওগাঁর আম ছড়িয়ে পড়বে সারাদেশ।
এ সময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, আম উৎপাদনে নওগাঁ শীর্ষে। নওগাঁ থেকে প্রচুর আম ঢাকা সহ- সারা বাংলাদেশে যাবে আম পরিবহন সুন্দর হলে আম পরিবহনে আগ্রহ বাড়বে আম ব্যবসায়ীদের বিভিন্ন, এতে করে লাভবান হবে আম চাষী ও আম ব্যবসায়ীরা।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post