Print Date & Time : 12 July 2025 Saturday 7:01 am

নওগাঁয় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল যুবলীগ

নওগাঁ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্দেশে নওগাঁয় বোরো মৌসুমে একজন গরিব অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন যুবলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৯ মে) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের কৃষক তৌফিক মন্ডল বাবুর ৩০ শতক জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন যুবলীগের ৩০ জন কর্মী।

কৃষক তৌফিক মন্ডল বাবু জানান, তিনি এবার দুই বিঘা জমিতে বোরো ধান চাষ করেছিলেন। কয়েকদিন আগেই তার জমির ধান পেকে গেলেও মজুরি বেশি হওয়ায় ও শ্রমিক না পেয়ে পাকা ধান ঘরে তুলতে পারছিলেন না। পরে যুবলীগের নেতাকর্মীরা বিনা পারিশ্রমিকে আজকে সকাল থেকে ৩০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ “কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই প্রতিপাদ্যকে মনে-প্রাণে ধারণকরে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সম্পাদক মাইনুল হাসান নিখিল স্যারের দিক নির্দেশনায় দলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলার বিভিন্ন এলাকার প্রান্তিক পর্যায়ের কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিতে পেরে খুব ভালো লাগছে।

প্রান্তিক পর্যায়ের কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিতে জেলার ১১টি উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের যুবলীগের নেতৃবৃন্দদের নির্দেশনা প্রদান করেছি। যে এলাকার প্রান্তিক পর্যায়ের কৃষকরা ধান ঘরে তুলতে পারছেন না সেই খবর জানা মাত্রই যুবলীগের কর্মীরা সেই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়ে আসতে বদ্ধ পরিকর।

দৈনিক দেশতথ্য//এসএইচ//