Print Date & Time : 16 September 2025 Tuesday 2:09 pm

নওগাঁয় ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িত ৪ জন কারাগারে

নওগাঁর ধামইরহাটে অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানান র‌্যাব-৫। এর আগে দুপুর ২টার দিকে উপজেলার আমাইতারা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার উত্তর চকযদু গ্রামের জাকারিয়া হাসান রাজু, হাটনগর গ্রামের আশিক আহমেদ, দুর্গাপুর গ্রামের তৌহিদ হোসেন ও উত্তর দুর্গাপুর গ্রামের আলম। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা ডিজিটাল মাধ্যমে টিন্ডারসহ বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল। তারা অবৈধভাবে বিদেশীদের কাছ থেকে ডলার কিনে টাকায় রূপান্তরের পাশাপাশি কমিশন রেখে বিদেশিদের কাছে পাঠাত।
এভাবে তারা অন্যান্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারদের সঙ্গে অবৈধভাবে ডলার কেনাবেচার মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান এবং আর্টিলারি ও সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে উপজেলা আমাইতারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ২০টি স্মার্টফোর, ১১টি সিম, মেমোরি কার্ড ৪টি, হাত ঘড়ি, চারটি ল্যাপটপ, মাউস ৯টি, কি-বোর্ড দুটি, ক্যাবল দুটি, ডেভিট কার্ড ১০টি, ব্লাংক চেক, এনআইডি, রাউটার, সিসিটিভি ক্যামেরা, পাসপোর্ট জব্দ করা হয়।তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩০/৩৫ ধারায় মামলা করা হয়েছে।ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, র‌্যাবের পক্ষ থেকে মামলা করার পর সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৫,২০২২//