রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মাদক বিরোধী জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৭ই ফেব্রুয়ারি)বিকেল ৫ টায় ঐতিহ্যবাহী প্রবাহ সংসদের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “আসুন অঙ্গিকার করি মাদক মুক্ত সমাজ গড়ি” ও খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর সদর উপজেলার হাট নওগাঁ স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রবাহ সংসদের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্তে ও সঞ্চলনায় সাধারন সম্পাদক সাইদুল ইসলাম টিটু,সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজিউর রহমান পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,লোকমান হোসেন নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক । এছাড়াও রহমানিয়া আলম রিজভী প্রবাহ সংসদের আজীবন সদস্য ও সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ জেলা শাখা সহ- এই সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় গাজিউর রহমান পিপিএম বলেন,আমার কাজ হলো ক্রাইম সংক্রান্ত,৭পারসেন্ট মানুষ মাদক আসক্ত আমরা প্রতি বছর কোটি টাকার ওপর মাদক আটক হয়। এই ফেন্সিডিল ইয়াবা আমাদের দেশের না অথচ চল্লিশ থেকে পন্চাশ কোটি টাকা ব্যয় হয় এই মাদক কেনা ও চিকিৎসার পিছনে।
এই সভার বিশেষ অতিথি বলেন,একটি অপরাধ নিয়ে আলোচনা করতে আমাদের এ সভায় আসা এই বাংলাদেশ কে মাদক মুক্ত নিয়ন্ত্রণ করতে হবে মাদক অপরাধ দমন করতে হবে আমরা কেউ হতাশ হব না সবার প্রচেষ্টার মাধ্যমে মাদককে রুখে দিতে পারি ।
এই সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সাংবাদিক সংগঠনের নওগাঁ জেলা শাখার সভাপতি ইফতেখার হিরা সহ প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post