Print Date & Time : 21 August 2025 Thursday 12:23 pm

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি” এই স্লোগান নিয়ে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‍্যালী এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান পিএএ।

অতিরিক্ত জেলা ম‍্যাজিষ্ট্রেট মো. আব্দুল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, ডাক্তার আশিষ কুমার, অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ শরিফুল ইসলাম খান, বিআরটিএ এ’র সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি এএসএম রাইহান আলম, পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. শহিদুল ইসলাম, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রæপের সভাপতি সালাহ উদ্দিন খান টিপু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজহার আলী প্রমুখ।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

জা// দৈনিক দেশতথ্য// ২২ অক্টোবর ২০২২//