রাশেদুজ্জামান, নওগাঁ প্রতিনিধি : ডিসেম্বর’২২ মাসে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
১১ ডিসেম্বর রাজশাহী রেঞ্জের ডিআইজির কার্যালয় রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় নভেম্বর /২০২২ মাসে রাজশাহী রেঞ্জের ৮ টি জেলার মধ্যে নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে অপরাধ দমন মাদক ও অস্ত্র উদ্ধার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে জেলা পুলিশ নওগাঁ।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম।
সভার শুরুতেই সভাপতি সার্বিক কার্যক্রমের উপর অত্র রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল মোহাম্মদ আফতাব উদ্দিন। অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল নওগা ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উৎঘাটনের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা জয়ব্রত পাল।
অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল নওগাঁ এবং শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) মোঃ আলী আকবর সদর মডেল থানা নওগাঁ গণ নির্বাচিত হন।
জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ বিনির্মাণে জেলা পুলিশ নওগাঁ গর্বিত সদস্যগণ অঙ্গীকারবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//