Print Date & Time : 29 July 2025 Tuesday 7:17 am

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা

নওগাঁর মহাদেবপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হাট চকগৌরি এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ট্রাকটিতে আগুন দেয়া হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে হাট চকগৌরি এলাকায় আমজাদ চেয়ারম্যানের চালকলের সামনে মালামালবিহীন ট্রাকটি দাঁড় করানো ছিলো। সাড়ে ৯টার দিকে ওই ট্রাকের সামনের অংশে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি নজরে এলে তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে বালু ও পানি দিয়ে আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে ট্রাকটির ইঞ্জিনসহ সামনের বেশ কিছু অংশ পুড়ে যায়।

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, হাট চকগৌরি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেখে স্থানীয়রা প্রথমেই ফায়ার সার্ভিসে খবর দিয়েছিলো। তবে ফায়ার সার্ভিসের টিম সেখানে পৌছাঁনোর আগেই তাঁরা আগুন নিয়ন্ত্রনে এনেছে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। কে বা কারা এর সঙ্গে জড়িত তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থ্যা নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//