Print Date & Time : 12 May 2025 Monday 8:34 pm

নওগাঁয় দুই কোটি ৯০ লক্ষ টাকার মাদক ধ্বংস

রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধিঃ ১৪ বিজিবি পত্নীতলা এবং ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধীনে জব্দকৃত দুই কোটি টাকা ৯০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন সদর দপ্তরে বিগত তিন বছরে নওগাঁ ,জয়পুরহাট ও চাপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিজিবি কর্তৃক দুই ব্যাটালিয়নে আটককৃত দুই কোটি ৯০ লক্ষ ৮ হাজার ১৬০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বুলডোজার এবং আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।
এ উপলক্ষে ব্যাটালিয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের বাস্তবায়নে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওই ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো.হামিদ উদ্দিন,পিএসসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান,বিএসপি,পিএসসি।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিজিবির রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো.আনোয়ার লতিফ,বিপিএম (বার),পিএসসি, ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান,পিএসসি,নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান,পিএএ,নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক,নওগাঁর মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারি পরিচালক লোকমান হোসেন প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//