রাশেদুজ্জামান, নওগাঁ: নওগাঁয় সদ্য যোগদানকৃত জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মো: শফিউল আজম খান, জেলা প্রেস ক্লাবের সদস্যদের সাথে মত বিনিময় করেছেন।
রবিবার দুপুর সাড়ে ১২টায় উকিলপাড়া গোয়েন্দা অফিসের আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শফিউল আজম খান।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েশ উদ্দীন, প্রধান অতিথি এবং সহ-সভাপতি এ এস এম রায়হান আলম ও সাধারণ সম্পাদক শফিক ছোটন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি এমদাদুল হক সুমন,সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রহমান রতন,যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, হারুন উর রশিদ চৌধুরী বক্তব্য রাখেন।
নওগাঁর সার্বিক আইন শৃঙ্খলা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ এবং সাংবাদিক পরস্পরকে সহযোগিতা প্রদান করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//