নওগাঁয় শারদীয় উৎসব দুর্গাপূজা কে ঘিরে দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণের নিজ উদ্যোগে সকল পুজা মন্ডবে আর্থিক সহায়তা করেছেন।
আজ সোমবার (৯ অক্টোবর) বেলা ১২টায় শহরের পুরাতন রেজিষ্ট্রি অফিস এলাকায় এই আয়োজন করেন তিনি সেখানে একশত একুশটি পুজা মন্ডব কমিটির সদস্যরা উপস্থিত ছিলো এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সেখানকার সুধীজনরা ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিটি পুজা মন্ডব কমিটির সভাপতি /সম্পাদকের হাতে তিন হাজার টাকা করে প্রায় চার লক্ষ টাকা প্রদান করেন নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান সহ বিশেষ অতিথিরা।
নওগাঁ কালেক্টরেক পুজা কমিটি থেকে আসা সুবল চন্দ্র মন্ডল বলেন,এখানে আমরা বরাবরই সুন্দর সুশৃঙ্খল ভাবে শারদীয় উৎসব প্রতিপালন করে থাকি ধর্ম যার যার সবার উৎসব দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ প্রতিবছর আমদের এভাবে সহযোগিতা করে থাকেন হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি তার এই মহান কর্মকাণ্ড আমাকে মুগ্ধ করেছে তার জন্য সৃষ্টিকর্তার কাছে মঙ্গল কামনা করেন তিনি।
একই উপজেলার খিদিরপুর কালি মন্দির কমিটির প্রবির চক্রবর্তী বলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান আমাদের যে অনুবাদ দিয়েছে এতে আমাদের ধর্মীয় অনুষ্ঠানের কিছুটা সংকট দূর হবে আমরা চাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী এমন একজন নেতাকে নওগাঁ সদর ০৫ আসনে দল থেকে বেছে নিয়ে নওগাঁর হিন্দু সম্প্রদায় সহ সকল শ্রেণি পেশার মানুষের সেবা করতে পারবে।
দেওয়ান ছেকার আহম্মেদ শিষান বলেন, দীর্ঘ কয়েকবছরের মতো আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের হাতে কিছুটা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি ।
এছাড়াও অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী শাকিল আহম্মেদ বাদল ০৫ নং ওয়ার্ড কমিশনার মজনু ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদ বক্তব্য রাখেন।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post