Print Date & Time : 13 May 2025 Tuesday 12:04 am

নওগাঁয় পাটজাত পণ‍্য তৈরি বিষয়ক প্রশিক্ষন

রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ৫ দিনব‍্যাপী “বহুমুখী পাটজাত পণ‍্য তৈরী ” বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে গত ২২ জানুয়ারি থেকে এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে।

বৃহষ্পতিবার বেলা আড়াইটায় অংশগ্রহণকারীদের মধ‍্যে সনদপত্র বিতরণের মধ‍্যে দিয়ে পাঁচদিনব‍্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর সমাপ্তি হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব‍্য রাখেন, বিসিক নওগাঁর উপ- ব‍্যবস্থাপক শামীম আকতার মামুন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ অকতার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, এসএমইএফ নির্ধারিত প্রশিক্ষক কাজী আশরাফুল হক এসএমই প্রতিনিধি আন্জূমান আরা পারভীন এবং স্থানীয় নারী উদ‍্যোক্তা পারুল আকতার।
প্রশিক্ষনে স্থানীয় ৩০ জন নারী উদ‍্যোক্তা অংশ গ্রহণ করেন।
এই ৫ দিনব‍্যাপী প্রশিক্ষণে হ‍্যান্ডব‍্যাগসহ প্রত‍্যহিক ব‍্যাবহৃত বিভিন্ন মনোলোভা দ্রব‍্যসমূহ তৈরী করা শেখানো হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//