নওগাঁ প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নওগাঁ সদর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষান। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি খোদাদদ খান পিটু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, শাকিল আহম্মেদ বাদল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউলসহ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post