রাশেদুজ্জামান, নওগাঁ প্রতিনিধি :সারা দেশের ন্যায় নওগাঁয় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১ টায় নওগাঁ জিলা স্কুলে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই দেন নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়।
এসময় জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান ও মুক্তিযোদ্ধা জামেদ আলী সহ অন্যরা। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর জেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রসার মোট ২ হাজার ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হবে। জেলায় ৪৮ লাখ ৫২ হাজার ৮০৬টি বইয়ের চাহিদা দেওয়া হয়েছে। এরমধ্যে ১০ লাখ ৯০ হাজার ৮৬৮ টি বই আসছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post