নওগাঁয় বাগ্বিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে ইমন হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার ভবানীপুর গ্রামের কসিমের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
ওই দিন রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে তার মৃত্যু হয়। ইমন হোসেন ভবানীপুর মধ্যপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
জানা যায়, এদিন রাতে ভবানীপুর গ্রামের কসিমের মোড়ে ইমনসহ ওই গ্রামের বেশ কয়েকজন যুবক বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ইমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ইমনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৫ জানুয়ারি ২০২৩