Print Date & Time : 11 May 2025 Sunday 1:04 am

নওগাঁয় ভোক্তা অধিকারের অভিযান: সার ডিলারের জরিমানা

রাশেদুজ্জামান ,নওগাঁ : নওগাঁ জেলার সদর উপজেলায় ভোক্তা-অধিকার তদারকি অভিযান পরিচালনায় এক সার ডিলারের জরিমানা করা হয়েছে।
সদরের মেসার্স আব্দুল মালেক ট্রেডার্স এর সত্ত্বাধিকারী আব্দুল মালেক লাইসেন্স মহাদেবপুর বাগডোব ইউনিয়নের কিন্তু তার সারের গোডাউন ডাক্তারের মোড় এলাকায় যা কৃষি আইন এবং ভোক্তা অধিকার আইন বিরোধী।
আইন অনুযায়ী ,যে ইউনিয়নের সারের ডিলার লাইসেন্স প্রাপ্ত হয়েছেন সেই ইউনিয়নেই সার বিক্রয় ও মজুদ রাখতে হবে । উক্ত অপরাধের কারণে মেসার্স আব্দুল মালেক ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০,০০০/- হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন এবং দ্রুত মজুদকৃত সার মহাদেবপুর উপজেলার বাগডোব ইউনিয়নের স্থানান্তর করার আদেশ করেন।
২৯ আগস্ট,২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) এর অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শামীম হোসেন নওগাঁ জেলার সদর উপজেলায় ডাক্তারের মোড় এলাকায় তদারকি অভিযান পরিচালনা করেন।
অভিযানে নওগাঁ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফিরোজুল ইসলাম এবং নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগিতা করেন।

দৈনিক দেশতথ্য//এল//