রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। জেল প্রশাসন গৃহিত দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে বিজয়স্তম্ভে স্বাধীনতা যুদ্ধে মহান শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিরষদ, পৌরসভাসহ বিভিন্ন সরকারী আধাসরকারী স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরসমূহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করে।
একই সময় নওগাঁ এটিম মাঠে ৩১বার তোপধ্বনি দেয়া হয়। সকাল ৯টায় নওগাঁ ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এ সময় তিনি শিশু কিশোর সমাবেশ ও সম্মিলিত কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করেন।
বেলা সাড়ে ১২ টায় পুরাতন কালেক্টরেট ডবন চত্বরে নওগাঁ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি সম্বর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল রশিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানী, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আনসারী এবং জেলার সাবেক ডেপুটি কমান্ডার মো: আফজাল হোসেন বক্তব্য রাখেন।
সন্ধ্যা ৬টায় মুক্তির মোড়ে আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post