রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
রোববার রাতে আটক করে সোমবার দুপুরে বিজ্ঞপ্তির দিয়ে এসব তথ্য জানানো হয়। আটক মনোরঞ্জন সরদার (৪৫) নামে উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত নরেশ সরদার এর ছেলে
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১০ লিটার চোলাইমদ ও একটি মোবাইল ফোনসহ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ জেলার বদলছাগী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//