Print Date & Time : 13 May 2025 Tuesday 12:29 pm

নওগাঁয় যুবলীগের প্রতিবাদ সভা

রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

বিএনপি জামাতের সহিংস রাজনীতি, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বালুডাঙ্গা বাসস্টান্ড এলাকায় সদর উপজেলা যুবলীগের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়।

সদর উপজেলা যুবলীগের সভাপতি রাহিনুর ইসলাম রায়হানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াছির আরাফাত সবুজের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে পৌর যুবলীগের সভাপতি সৈয়দ আলমগীর বাদশা ও সাধারন সম্পাদক হারুন অর রশিদ বক্তব্য রাখেন।
এতে সদর উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আসা শতাধিক নেতাকর্মীরা পৃথক ব্যানারে অংশ নেয়।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এটা বিএনপি জামাতের সন্ত্রাসীরা মেনে নিতে পারছে না। তাই আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই তারা সাধারন জনগণ ও পুলিশের উপর হামলা চালিয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//